কালার ইনসাইড

‘আমাদের তো মরার ওপর খরার ঘা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2020


Thumbnail

`আমাদের তো মরার ওপর খরার ঘা। গেল ৫/৭ বছরে আমরা নিয়মিত ভুর্তুকি দিয়ে সিনেমাহল চালাচ্ছি। আমি লাস্ট মঙ্গলবার অফিস করে ৭ লাখ টাকা বেতন দিয়ে আসলাম। কিন্তু এভাবে কতদিন বন্ধ থাকবে আর আমরা টানতে পারবো। এক্ষেত্রে সরকারের অবশ্যই উচিত আমাদের সাহায্য করা। আমরা তো ছুটি দিয়ে দিয়েছি যারা স্টাফ ছিল। খুব দরকারী যেমন সিকোয়রিটি গার্ড বা ইলেকট্রেশিয়ান তাদের রাখা ছাড়া সবাইকে ছুটি দিয়েছি। তাদের তো এটাও বলতে পারিনি কবে আসবে। যতদিন হল না খুলবে ততদিন তো তারা বাসায় বসা। আর তারা বাসায় বসা মানে তো তাদের খেতে হচ্ছে বেকারভাবে। তারা যদি বাসায় না খেয়ে থাকে তাহলে আমরা কিভাবে বাসায় খাবো।` কথাগুলো বলছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।  

তিনি বলেন, ‘হলে যারা চাকরি করে তারা নিম্নবিত্তই বলা যায়। কিন্তু তারা চাকরিজীবী হওয়াতে সব জায়গায় গিয়ে চাইতেও পারবে না। আমাদের তো এখন আ্যসোসিয়শনও নাই, অ্যাডমিনেস্ট্রশন চালাচ্ছে। কিভাবে যোগাযোগ করবো বলতে পারছি না। আমাদের তো অ্যাডমিনেস্ট্রেশন চিঠি দিয়েছে হল বন্ধ করার জন্য। আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু কিভাবে বন্ধ করেছি সেটা তে আমরা জানি, অ্যাসোসিয়েশন না থাকলে যেটা হয়। এই লক ডাউনটা খুললে আমি ঢাকার হল মালিকদের নিয়ে বসতে চাচ্ছি। তাদের সঙ্গে বসে দেখি এই মানুষগুলোর জন্য অন্তত কোন ব্যবস্থা করতে পারি কিনা। আমাদের অবস্থাটা বুঝাতে পারি কিনা সরকারকে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আবশ্যম্ভবী হয়ে গেছে বলে তিনি বলেন,‘আমরা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। না হয় এই ইন্ডাস্ট্রি থাকবে না। এই যে সিনেমাহল বন্ধ হলো এরপর আসছে রমজান। আমার মনে হয় এর মধ্যে আরো অনেক সিনেমাহল বন্ধ হয়ে যাবে। মালিকরা ওই জায়গায় অন্য কিছু ভাববে। আর এই যে সিনেমা হল বন্ধ হবে ইন্ডাস্ট্রি ধ্বংস হবে সেটা যে সমাজের জন্য কতটা প্রভাব ফেলবে তা অনেকেই বুঝছে না। অনেক ক্রাইম বেড়ে যাবে। অনেকে অনেক পেশায় চলে যাবে যেটা আসলে আমাদের সমাজের জন্য ক্ষতিকর। আমি আশা করি করোনা হয়তো থেমে যাবে। আমরা যদি বেঁচেও যাই তাহলে সরকারের উচিত এখনি বসে ঠিক করা যে আমরা কোনপথে যাবো। এই যে হল খুললে নতুন ছবি লাগবে। কয়টি ছবি নির্মাণ হচ্ছে। কয়টি ছবি আমরা হলে চালাতে পারবো। তাহলে হলে কি চালাবো? এমনিতেও তো বন্ধ করে রাখতে হবে। তার ওপর ভারতীয় ছবি চালাতে পারছি না। আমাদের তো হাত গুটিয়ে দিনকে দিন কতটা খারাপ পরিস্থিতেতে যাচ্ছি সেটা দেখা ছাড়া উপায় নেই। আমাদের সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সম্মান দিয়েই বলছি, সিনেমা নির্মাণের জন্য কি করছেন তারা। মন্ত্রীর সঙ্গে দেখা করছেন নানা কথা বলছেন কিন্তু সিনেমা বানানোর সিদ্ধান্ত কই। প্রডিউসার অ্যাসোসিয়েশন দিয়ে সিনেমা বানাচ্ছে না কেন। আমরা আসলে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আগেই যাাচ্ছিলাম। ’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭