কালার ইনসাইড

দেশে ফিরতে নায়কের আকুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2020


Thumbnail

সিনেমার শুটিং করতে গিয়েছিলেন মরুভূমির দেশ জর্ডানে।সবকিছু ভালোই চলছিল। কিন্ত করোনার আক্রমণে এলোমেলো হয়ে গেল সব।

পরিচালকসহ ইউনিটের ৫৬ জনকে নিয়েই জর্ডানের মরুভূমির ক্যাম্প ওয়াদি রামে আটকে আছেন দক্ষিণের জনপ্রিয় তারকা পৃত্থীরাজ।

ভারতীয় গণমাধ্যম জানায়, দেশে ফেরার আকুতি জানিয়ে সরকারে থাকা অনেকের কাছে মেইল পাঠিয়েছেন পৃত্থীরাজ। কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে নাকি ই-মেইল করেছেন এই অভিনেতা।

শুধু তাই নয়, কেরলা ফিল্ম চেম্বারকেও বিষয়টি জানিয়েছেন পৃত্থীরাজ। অভিনেতার মেইলের বিষয়টি বুধবার প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল শুরু হয়েছে।

জানা যায়, জর্ডান থেকে উদ্ধারের জন্য সাহায্য চেয়ে মালায়ালম সুপারস্টার তথা রাজনীতিবিদ সুরেশ গোপীরও দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। তবে পৃত্থীরাজ এবং তার সহযোগীদের উদ্ধারের জন্য কী ব্যবস্থা নেয়া হবে সরকারের তরফে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

শিগগিরই যাতে পৃত্থীরাজসহ তার ছবির পরিচালক এবং ৫৬ জনকে উদ্ধার করা হয়, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক তারকা ও এই অভিনেতার ভক্তরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭