ইনসাইড গ্রাউন্ড

বেতনের অর্ধেক দান করলেন প্রথম শ্রেনীর ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2020


Thumbnail

জাতীয় দলের ২৭ ক্রিকেটারদের পর এবার করোনা মোকাবেলায় এগিয়ে এলেন দেশের প্রথম শ্রেনীর তালিকাভুক্ত ক্রিকেটাররা। দেশের এই সঙ্কটময় মুহুর্তে নিজেদের ১ মাসের বেতনের অর্ধেক দান করেছেন তহবিলে। এই মুহুর্তে প্রথম শ্রেনীর তালিকাভুক্ত ক্রিকেটার সংখ্যা ৯১ জন, আর এদের দ্বারা গড়া তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকা।

বিসিবি তিন ক্যাটাগরিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৯১ ক্রিকেটারকে মাসিক ভাতা দেয়। সেটা সিনিয়ারিটির ভিত্তিতে করা। যারা বেশিদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন তাদের মাসিক বেতন ২৮ হাজার ৭৫০ টাকা। তাদের পরে যারা জাতীয় লিগ খেলতে শুরু করেছেন, তাদের বেতন ২৩ হাজার ৭৫০ টাকা। আর জুনিয়র ক্যাটাগরির বেতন হলো ১৭ হাজার ২৫০ টাকা।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে সাহায্য করবেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সব মিলিয়ে ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা করোনার তহবিলে জমা দিচ্ছে প্রথম শ্রেনীর তালিকাভুক্ত ৯১ ক্রিকেটার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা সকলেই অবগত যে, দেশব্যাপী করোনায় বির্পযস্ত অসহায় মানুষের সহায়তায় কোয়াব বর্তমান ও সাবেক সকল ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহায়তা নিয়ে আর্থিক তহবলি গঠনের উদ্যোগ গ্রহণ করছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭