ইনসাইড গ্রাউন্ড

কোহলিদের বেতন কমাতে যাচ্ছে বিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2020


Thumbnail

ইউরোপিয়ান সকল ক্লাব তাঁদের ক্ষতি পোষাতে ইতিমধ্যে খেলোয়াড়দের বেতন কাটার ঘোষণা দিয়েছে। করোনার কারণে শুধু ইউরোপিয়ান ক্লাবগুলো নয়, বিশ্বের সকল ধরনের ক্রীড়াঙ্গনই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডও এর বাইরে নয়। তাই এই ক্ষতি পোষাতে কোহলিদের বেতন কমানোর পথে হাঁটতে যাচ্ছে এই ক্রিকেট বোর্ড।

ইন্ডিয়ান ক্রিকেটারস এসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রা জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যেদিকে তাতে ক্রিকেটারদের বেতনে কাটছাঁট করার আশঙ্কা প্রবল। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে অনিশ্চয়তার মধ্যেই আইপিএল বাতিল হওয়ার মুখে। এমন অবস্থায় ক্রিকেটারদের বেতন কমাতে পারে ভারতীয় বোর্ড।

অশোক মালহোত্রা জানিয়েছেন, ‘ক্রিকেটারদের অবিভাবক বিসিসিআই। এটা একটা কোম্পানি। যদি কোম্পানি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে তাহলে বেতন বিবেচনায় আনা হবে। ইউরোপে সমস্ত ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলারদের বেতন কাঁটা হচ্ছে। অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে কঠিন সময়। প্রত্যেকেই নিজের সাধ্যমত অন্যকে সাহায্য করতে চাইবে।’

করোনায় ইতিমধ্যে ভারেতীয় ক্রিকেটের সকল টুর্নামেন্ট স্থগিত। বিসিসিআই-এর আয়ের অন্যতম মাধ্যম আইপিএল-ও ইতিমধ্যে বাতিলের পথে। তাই নিঃসন্দেহে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে এই ক্রিকেট বোর্ড। অশোক আরো বলেন, ‘আমি জানি ক্রিকেটারদের বেতন কমানো উচিত নয়। তবে এটাও বুঝতে হবে অবিভাবক বিসিসিআই-ও আর্থিকভাবে লাভবান হচ্ছে না। তাই ক্রিকেটারদের বেতন কমতেই পারে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭