ইনসাইড গ্রাউন্ড

রোনালদোকে নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে দিবালার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2020


Thumbnail

ক্রিশ্চিয়ানো রোনালদোকে সবথেকে বেশি ঘৃণা করে কারা? উত্তরটা সহজ। লিওনেল মেসির দেশের মানুষরা। যেমনটা রোনালদো সমর্থকরা ঘৃণা করেন মেসিকে। ব্যাপারটা স্বাভাবিক। বিশ্বসেরার লড়াইয়ে এরা একজন অন্যজনের প্রতিদ্বন্দ্বী, ঘৃণা আসাটা তাই সহজ এবং স্বাভাবিক। রোনালদো এখন স্পেন ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালির জুভেন্টাসে। সেখানে পাওলো দিবালার সাথে তাঁর ফুটবল রসায়নটা জমে উঠেছে। বিপত্তিটা এখানেই, কারণ দিবালা আর্জেন্টাইন। আর আর্জেন্টাইনরা স্বভাবতই রোনালদো বিদ্বেষী।

এই ব্যাপারটা জানতেন খোদ দিবালাও। এমনকি জুভেন্টাসে আসার আগে রোনালদোকে ঘৃণা করতেন দিবালা নিজেও। তবে এখন প্রেক্ষাপট বদলছে। দিবালা-রোনালদো এখন কাঁধে কাঁধ মিলিয়ে পরিকল্পনা করেন প্রতিপক্ষকে হারানোর। আর এতেই রোনালদোর প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে এই আর্জেন্টাইনের। রোনালদোকে যেমন মনে করতেন, একদমই সেরকম না রোনালদো। পর্তুগীজ এই তারকা বিস্মিত করেছেন দিবালাকে।   

দিবালা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আসলেই খুব বিস্মিত হয়েছিলাম। কারণ আমি তাকে (রোনালদো) চিনতাম না, আমাদের কেউই তার সম্পর্কে জানতো না। এমনকি এর আগে চ্যাম্পিয়নস লিগে আমরা যখন রিয়ালের কাছে হেরে বিদায় নেই, নেতিবাচক অনেক কিছু হয়েছিল। কিন্তু পরে আমরা অন্য কিছু দেখতে পাই। সে দারুণ একজন মানুষ। খুবই সামাজিক, বন্ধুভাবাপন্ন, ড্রেসিংরুমে ভেতরে বা বাইরে। সবসময় সে কথা বলতে চায়, এটা আমাকে বিস্মিত করে। তাঁর মতো এত গুরুত্বপূর্ণ মানুষরা তো সবসময় এটা করে না।’

দিবালা যোগ করেন, ‘একবার ভ্রমণের সময় আমি তার পাশে বসে যাচ্ছিলাম। আমি তাকে বলেছিলাম-দেখো, সত্যি বলতে দ্বিধা নেই। আর্জেন্টিনায় আমরা তোমাকে কিছুটা ঘৃণা করি। তোমার ব্যক্তিত্ব, তোমার আচরণ, তোমার হাঁটাচলা-সব কিছুই। তবে আমি খুব অবাক হয়েছি যে একদম আলাদা কিছু দেখছি। সে (রোনালদো) হেসে দিয়েছিল। বলেছিল-আমি জানি সেটা। তবে আমি জানি আমি কেমন, আর এটার জন্য আমি সমালোচিত হতে অভ্যস্ত।’

এর আগে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সমালোচনা করে রোষানলে পড়েছিলেন এই জুভেন্টাস তারকা ফরোয়ার্ড। এ সম্পর্কে দিবালা বলেন, ‘আমি আসলে সমালোচনা করতে চাইনি। আমার উদ্দেশ্য কখনো কোনো সতীর্থকে সমালোচনা করা নয়। আমি এটা মেসির সঙ্গে অনেক কথা বলি কারণ আমরা অনেকটা একই রকম খেলি। আমি বিশ্বকাপে আর কোপা আমেরিকাতে খুব কম সময় খেলতে পেরেছি। কিন্তু আমি মনে করে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই অনেক বড় সম্মানের।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭