ইনসাইড বাংলাদেশ

মাস্ক পরে বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2020


Thumbnail

সাধারণ ছুটির সময়ও সীমিত পরিসরে খোলা রয়েছে জরুরি সেবা সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বও পালন করতে হচ্ছে। তাদের জন্যই দায়িত্ব পালনের সময় মাস্ক ব্যবহারের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্দেশনা দিয়েই ক্ষান্ত হননি, প্রধানমন্ত্রী নিজেও এই প্রথমবারের মতো কোনো বৈঠকে মাস্ক পরে উপস্থিত হন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক থেকে তিনি এ নির্দেশনা দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্যাকেজ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় প্রধানমন্ত্রীকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ অর্থ মন্ত্রণালয়ের সচিবরা। বৈঠকে তারাও প্রত্যেকে মাস্ক পরিহিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই যেন মাস্ক পরেন।

এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে জেলা প্রশাসকদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনও তাকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়নি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭