ওয়ার্ল্ড ইনসাইড

করোনা: বিশ্বব্যাংকের অর্থ বরাদ্দের অর্ধেকই নিয়ে গেল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2020


Thumbnail

করোনা সংকট মোকাবেলায় বিশ্বের ২৫টি দেশের জন্য ১৯০ কোটি ডলার সহায়তা তহবিল বরাদ্দ করেছিল বিশ্বব্যাংক। এই অর্থের অর্ধেকেরও বেশি অর্থাৎ ১০০ কোটি ডলারই বাগিয়ে নিয়েছে ভারত।

বিশ্ব ব্যাংক জানিয়েছিল, বরাদ্দকৃত ১৯০ কোটি ডলার বিশ্বের ২৫টি দেশে করোনা নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে। এছাড়া ৪০টি দেশে জরুরি ভিত্তিতে নতুন কার্যক্রম শুরু করা হবে। কিন্তু বৃহস্পতিবার ব্যাংকের নির্বাহী পরিষদের বৈঠকের পর জানানো হয়, ভারতই পাচ্ছে বরাদ্দকৃত অর্থের ১০০ কোটি ডলার।

ভারতকে দেয়া ১০০ কোটি ডলার করোনা পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ ও রোগ নির্ণয়ের ল্যাবরেটরি গড়ে তুলতে ব্যবহৃত হবে।

দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়াও পাকিস্তান ২০ কোটি ডলার, আফগানিস্তান ১০ কোটি, শ্রীলঙ্কা প্রায় ১৩ কোটি ও মালদ্বীপ ৭৩ লাখ ডলারের সহযোগিতা পাচ্ছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় তারা আগামী ১৫ মাসে আরও ১৬০ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭