ওয়ার্ল্ড ইনসাইড

৯ মিনিট সময় চাইলেন মোদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2020


Thumbnail

দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে তিনি দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘৫ এপ্রিল আপনাদের সকলের কাছ থেকে ৯ মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্য সকলে ঘরের আলো নিভিয়ে রাখুন। ওই সময় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।’ এভাবে করোনা সংকটের বিরুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন মোদি।

গত ২৫ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন মোদি। ঠিক তার ৯ দিনের মাথায় আজ আবার দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিলেন তিনি। ভাষণে মোদি আরও বলেন, ‘লকডাউনের আজ নবম দিন। আপনারা যে ভাবে সরকারকে সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়। সরকার, প্রশাসন এবং দেশবাসী সকলে মিলে যে ভাবে এই সঙ্কটময় পরিস্থিতিতে সামলানোর চেষ্টা করছেন তা এক কথায় অভূতপূর্ব।’

মোদি আরও বলেন, অনেকের মনে হতে পারে একা লড়াই করব কী করে? এই প্রশ্নও মনে আসতে পারে কত দিন লকডাউনের মতো পরিস্থিতি চলবে? তাদের উদ্দেশে বলি, এটা লকডাউনের সময় ঠিকই। কিন্তু আপনারা কেউ একা নন। ১৩০ কোটি দেশবাসী এক সঙ্গে লড়ছে।’

তিনি বলেন, ‘করোনার অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে হবে আমাদের।’ তাই আগামী ৫ এপ্রিল দেশবাসীকে নতুন সঙ্কল্প নিতে আহ্বান জানান মোদি। করোনার অন্ধকারকে চ্যালেঞ্জ করার আহ্বানও জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭