ইনসাইড গ্রাউন্ড

করোনা শনাক্তের কিট দান করবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2020


Thumbnail

করোনা সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসছে দেশের খ্যাতনামা ব্যক্তিরা। বিশেষ করে ক্রীড়াঙ্গনের সবথেকে সরব উপস্থিতি দেশ তথা গোটা বিশ্বের এই ক্রান্তিকালে। এমন সময় বসে নেই দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি।

গত শনিবার নিজের ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়ে ‘মিশন সেভ বাংলাদেশ’ নামক এক ক্যাম্পেইন শুরু করেছিলেন সাকিব। এই ক্যাম্পেইনে এখনও পর্যন্ত ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে। যা দিয়ে ২৫০০শ এর বেশি পরিবারকে সহায়তা করা হচ্ছে। এবার সাকিব আল হাসান ফাউন্ডেশন ২০ লাখ টাকার টেস্ট কিট দান করতে যাচ্ছে।

নিজের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়ে সাকিব লিখেছেন, ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে তারা টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

ভবিষ্যতে সাকিব আল ফাউন্ডেশন ও কনফিডেন্স গ্রুপ মিলেমিশে আরও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদী সাকিব, ‘আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে এক জোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭