ইনসাইড গ্রাউন্ড

তামিম-মুশফিকদের বেতন কাটবে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2020


Thumbnail

করোনা সঙ্কটে বড় বড় ক্রিকেট বোর্ডগুলো যেখানে দিশেহারা ঠিক সে সময় নির্ভার দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে। বিশ্বের অন্যান্য বোর্ডগুলো যখন চিন্তা করছে খেলোয়াড়দের বেতন কাটার, সে সময় বিসিবি উল্টো আর্থিক সাহায্য দিচ্ছে খেলোয়াড়দের। দেশের ক্রীড়াঙ্গন অনিশ্চিত কালের জন্য বন্ধ থাকলেও ক্রিকেটারদের বেতন কাটার পক্ষপাতি নয় বিসিবি। 

সেই সঙ্গে অন্যান্য বোর্ডের দেখানো পথে হাঁটছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। ক্রিকেটারদের বেতন কর্তন করবেন না বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সেই সঙ্গে তাঁর দাবী কঠিন পরিস্থিতিতেও আগামী ৫ থেকে ৬ বছর বিসিবি ক্রিকেট চালিয়ে যেতে পারবে।

নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এই মুহুর্তে এই লাইনে (বেতন কাটার জন্য যাচ্ছি) চিন্তা করছি না। আমরা নিশ্চিত যে আমাদের এই মুহূর্তে বেতন কাটার সিদ্ধান্ত নিতে হবে না। কারণ আমরা বেশ কিছু সময়ের জন্য টিকে থাকতে পারবো এবং আমরা আশা করি সেই সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু সবকিছু অনিশ্চিত, তাই আমরা সচেতনতা অবলম্বন করছি। তবে আমরা আমাদের আর্থিক শক্তি সম্পর্কেও অবগত এবং আশা করি এটি আমাদের এই সঙ্কট কাটিয়ে উঠতে যথেষ্ট হবে। সঙ্কটের এই সময়ে আমরা কীভাবে ক্রিকেটার এবং আমাদের অন্যান্য কর্মচারীদের পাশে থাকতে পারি, সে বিষয়ে আমরা কাজ করছি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭