ইনসাইড গ্রাউন্ড

৮ কোটি টাকা দান করলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2020


Thumbnail

করোনা ভাইরাসের প্রকোপ যেন থামার নাম নিচ্ছে না। ইউরোপের পর ইউরোপের বাইরেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। ফলে করোনাভাইরাসকে সামাল দেয়া একা রাষ্ট্রে হাতে সম্ভব হচ্ছেনা এখন। আর এমন সময়ে বিশ্বের সঙ্কটে এগিয়ে আসছেন সকল ফুটবল এবং ক্রীড়া তারকারা। মেসি-রোনালদোর মতো এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকা) দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান টেলিভিশন শো ‘ফোফোকালিজান্দো’ এর বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

অন্যান্য দেশের মতো অতটা ভয়ঙ্কর রূপ ধারণ না করলেও ইতিমধ্যে ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৬ আর মৃত্যুর সংখ্যা ৩২৭। নেইমারের দান করা অর্থ দিয়ে ব্রাজিলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে ১ মিলিয়ন ইউরো দান করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। তাঁদের দান করা অর্থে স্পেনে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা করা হচ্ছে। মেসি আবার নিজ দেশ আর্জেন্টিনাও আলাদাভাবে সহায়তা করেছেন। এই দুজন ছাড়াও আরও অনেক ক্রীড়া তারকা নিজ নিজ দেশের ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়ে যাচ্ছেন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭