ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে ৬৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2020


Thumbnail

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রেজুড়ে এ পর্যন্ত ৬৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছেন ৫৯ জন।

নিউইয়র্কের কুইন্সে সবচেয়ে বেশি আক্রান্তের সংবাদ পাওয়া যাচ্ছে। কুইন্সে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। কুইন্সের এলমার্স্ট হাসপাতাল ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। তাছাড়া নিউইয়র্কে ঘণ্টায় ১২ জন মানুষ মারা যাচ্ছেন এই ভাইরাস এর সাথে লড়াই করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০ ঘণ্টায় নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন বাংলাদেশি।

প্রসঙ্গত যে, যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩২১ জন। এক দিনে মৃত্যুর হিসেবে এটা নতুন রেকর্ড। এখন পর্যন্ত সেখানে মোট মারা গেছে ৭ হাজার ৩৯২ জন। আর আক্রান্ত ২ লাখ ৭৭ হাজার ১৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ হাজার ২৮৩ জন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭