ইনসাইড হেলথ

সুপারমার্কেটগুলো সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2020


Thumbnail

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ব্যাপারে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান হলো সুপারমার্কেটগুলো। আয়ারল্যান্ডের গ্লোবাল হেলথ নেটওয়ার্কের বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন।

আয়ারল্যান্ডের বিশেষজ্ঞরা এরই মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমানোর ব্যাপারে সুপারমার্কেটগুলোর মালিকপক্ষকে কিছু নির্দেশনা দিয়েছেন। এমনকি সবাইকে সচেতন করার জন্য একটি বুকলেটও তারা প্রকাশ করেছেন। আর ওই বুকলেটের শিরোনাম তারা দিয়েছেন, করোনা মহামারির সময়ে কেনাকাটার সময় নিরাপদ থাকার উপায়।

তাতে বলা হয়েছে, সুপারমার্কেটে প্রবেশের আগে ও কেনাকাটা শেষে ফিরে কী করতে হবে সে ব্যাপারে। এমনকি কেনাকাটা করার সময় নিজেকে কিভাবে নিরাপদে রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ রয়েছে। তাদের সেই পরামর্শ অনলাইনেও প্রকাশ করা হয়েছে।

গবেষকদের মতে, করোনাভাইরাস তো বটেই জীবাণুর হটস্পট হলো সুপারমার্কেটগুলো। অথচ, গবেষকরা খেয়াল করেছেন, মানুষ দেদারসে সুপারমার্কেটে জটলা পাকিয়ে আছে। কোনো সচেতনতামূলক পদক্ষেপ যেমন নেই, এ নিয়ে তেমন কেউ মাথা ঘামাচ্ছে বলেও তাদের মনে হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭