ইনসাইড গ্রাউন্ড

আমির-শারজিলদের ফাঁসি চান মিঁয়াদাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2020


Thumbnail

পাকিস্তান ক্রিকেটের সাথে ম্যাচ পাতানোর অভিযোগটা দীর্ঘদিনের। সবশেষ উদাহরণ শারজিল খান। নিষেধাজ্ঞা থেকে ফিরে এবারের পিএসএলে যোগ দিয়েছেন এই ওপেনার। খুব একটা ভালো করেছেন বলা যাবে না, তবু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ভালো করলে পাকিস্তান দলের দরজা খোলা আছে ভালোমতোই। আর এতেই ঘটেছে বিপত্তি। ম্যাচ ফিক্সারদের জাতীয় দলে প্রত্যাবর্তনটা ভালোভাবে দেখছেন সাবেক ক্রিকেটাররা।  

আর এতে সবথেকে বেশি চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। তিনি মনে করেন মোহাম্মদ আমির থেকে শুরু করে শারজিল খান- ফিক্সারদের জন্য জাতীয় দলে প্রত্যাবর্তন তো দূরে থাক, ফিক্সারদের জন্য কোন সাজাই যথেষ্ঠ নয়। ফিক্সিংকে মানুষ মারার সমান অপরাধ দাবি করে, ফাঁসিতে ঝোলান উচিৎ বলে মনে করেন মিঁয়াদাদ।

ইউটিউবে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যেসব খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত হয়, তাদেরকে কঠোরতম শাস্তি দেয়া উচিৎ। আমার মতে, ফিক্সারদের ফাঁসিতে ঝোলান উচিৎ। কারণ, ফিক্সিং করার মানে কাউকে হত্যা করার সমান। তাই শাস্তিটাও সমান হওয়া উচিৎ। এসব আমাদের ধর্মের সঙ্গে যায় না এবং সেভাবেই শাস্তি দেওয়া উচিত।’

মিয়াঁদাদ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাই দায়ী করছেন, ‘পিসিবি এটা ঠিক করছে না। ওদের ক্ষমা করে দিচ্ছে। যারা এসব ক্রিকেটারকে আবার ফেরায় তাদের লজ্জা হওয়া উচিত। যারা এসব অপরাধ করেছে তারা নিজ পরিবার ও বাবা-মাকেও ভালোবাসে না। না হলে কখনো এসব করত না। ওদের আত্মাই ভালো না। মানবিক দিক থেকেই ওদের কাজকর্ম ভালো বলা যাবে না। এসব মানুষের বেঁচে থাকার অধিকার নেই।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭