ওয়ার্ল্ড ইনসাইড

এবার করোনা আক্রান্ত হলেন সিএনএন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2020


Thumbnail

প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) থেকে যেন কেউ রেহাই পাচ্ছে না। ডাক্তার, রাজনীতিবিধ কিংবা যে কোন পেশাজীবী। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক সাংবাদিক।

তিনি মার্কিন এই সংবাদমাধ্যমে উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। এই নারী উপস্থাপিকার নাম ব্রুক বাল্ডউইন। শুক্রবার তিনি মরণব্যাধী এই ভাইরাসে আক্রান্ত হন।

ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেন। এমন খবর জানায় সংবাদমাধ্যম সিএনএন।

একদিন আগে থেকে তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি টেস্ট করেন। শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর।’

বাল্ডউইন সিএনএন এর দ্বিতীয় উপস্থাপক যার করোনা পজিটিভ পাওয়া গেছে। ক্রিস কুয়োমো নামে আরেক উপস্থাপকেরও করোনা ধরা পড়ে চলতি সপ্তাহের প্রথমে। 

ব্রুক বাল্ডউইন কাজ করেন সিএনএন এর নিউ ইয়র্ক সিটির অফিসে। তিনি সব নিয়মকানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।

 

বাংলা ইনসাইডার/এমবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭