ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্প মাস্ক পরবেনই না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2020


Thumbnail

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে মাস্ক এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তবে এমন মহামারিতেও মাস্ক না পরার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা দেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, মানুষ যখন ঘরের বাইরে থাকবে বা বাড়ি থেকে বাইরে বের হবে তখন মাস্ক পরায় জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরাকে ঐচ্ছিক বলে অবিহিত করেছেন এবং বলেছেন, তিনি মাস্ক পরবেন না। তিনি বলেন, আমি মাস্ক পরার কাজটা করতে ইচ্ছুক না। এমনকি প্রতিরক্ষা উৎপাদন আইনের অধীনে এন-৯৫ মাস্ক এবং অস্ত্রোপচারের গ্লাভস রফতানি স্থির করার আদেশও দিয়েছিলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭