ইনসাইড আর্টিকেল

বঙ্গবন্ধুর উক্তি: নতুন সিস্টেম প্রসঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2020


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ এর ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। এই মহামানবের দেওয়া প্রতিটা ভাষণ, বক্তব্য, বিবৃতি জাতির জন্য অমূল্য রতন। বাঙালি আজও তার সেই সব কথায় দিক খুঁজে পায়। জাতির পিতার সেসব ভাষণ, বক্তৃতা-বিবৃতি থেকে সংগ্রহ করে নির্বাচিত উক্তি নিয়ে মুজিববর্ষে বাংলা ইনসাইডারের এই বিনম্র নিবেদন:

নতুন সিস্টেম প্রসঙ্গে জাতির পিতা বলেছেন-

‘যিনি ভালো কাজ করবেন, তিনিই প্রশাসন চালাবেন। আর কোনো কথাই নেই। তবে এটা একটা নতুন সিস্টেম। আর নতুন সিস্টেমে বাধা আসে। নতুন সিস্টেমের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়। নতুন কিছু করতে গেলে একটা শঙ্কা আসে। মানুষের মনে দ্বিধা সংশয় দেখা দেয়। কিন্তু গত বিশ-পঁচিশ বছরে আমি দেখেছি, ইংরেজ আমলের সিস্টেম এ দেশে চলতে পারে না। 

২১ জুলাই, ১৯৭৫

(বঙ্গভবনে নবনিযুক্ত জেলা গভর্নরদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে।)

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭