ইনসাইড গ্রাউন্ড

একটি ম্যাচই এখন লিভারপুলের কান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2020


Thumbnail

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নিজেদের মাঠ এনফিল্ডে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। ১১ মার্চের খেলাটা না হলে এখনো টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নটা বেঁচে থাকত লিভারপুলের। কিন্তু অলরেডদের সে আশা পূরণ হচ্ছে না। শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগ নয়, সেই ম্যাচটা না হলে সম্ভবত করোনায় এতটা পর্যদুস্ত হতে হতো না যুক্তরাজ্যকে।

১১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৪৫৬ জন। সেটা এখন পর্যন্ত ৪১ হাজার ১৬৮তে দাঁড়িয়েছে। এর মাঝেই ৪ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে, যা চীনের (প্রকাশিত) মৃতের সংখ্যার চেয়েও বেশি। এছাড়াও ধারণা করা হচ্ছে, সহসাই থামছে না এই লাশের মিছিল। তবে লিভারপুল শহরে করোনার প্রকোপের জন্য চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিকেই দায়ী করছেন শহরের বর্তমান জনস্বাস্থ্য পরিচালক। তিনি বলছেন, সে ম্যাচটি হতে দেওয়াটা ছিল ভুল।

দ্য গার্ডিয়ানকে অ্যাশটন বলেছেন, ‘ওই সময়ে এ ম্যাচ হতে দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। মানুষ ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয় না। হয়তো পরিস্থিতি কতটা গুরুতর সেটা সরকারের সব স্তরে বোঝা যায়নি। আমরা হয়তো কখনো জানতে পারব না, কিন্তু লিভারপুলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পেছনে ওই ম্যাচ উপলক্ষে যে সমাগম হয়েছে তার প্রভাব থাকতেই পারে। ভবিষ্যতে অনুসন্ধানের জন্য একে হিসেবে রাখতে হব; যাতে সংস্থাগুলো মধ্যে এ থেকে শিক্ষা নিতে পারে এবং একই ভুল না করে।’

সে ম্যাচের দিন পর্যন্ত লিভারপুলে মাত্র ৬ জন রোগী ছিলেন। ১১ মার্চের সে রাতে এনফিল্ডে ৫৪ হাজার মানুষ হাজির হয়েছিল। যার মধ্যে ৩০০০ দর্শক ছিলেন মাদ্রিদের। স্পেনে করোনা ভাইরাস প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ছড়িয়েছিল মাদ্রিদেই।  ওই ম্যাচের আগেই লা লিগা দর্শকবিহীন ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল, সারা দেশে স্কুল বন্ধ করে দিয়েছিল স্পেন। কিন্তু যুক্তরাজ্য এমনভাবে চলছিল যেন করোনাভাইরাস অন্য কোনো দেশের নিজস্ব সমস্যা, এতে তারা খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। বিশ্বের সব বড় অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে করোনাভাইরাস সবার সে ভুল ভেঙে দিয়েছে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭