ইনসাইড বাংলাদেশ

কেরানীগঞ্জে ‘লক ডাউন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2020


Thumbnail

রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা লকডাউন ঘোষণা করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) ওই এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ার পর প্রথমে রোগী যে ভবনে বাস করতেন সেই ভবনটিতে পাহারা ও পরে পুরো আবাসিক এলাকাটি লকডাউন ঘোষণা করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেছেন, ‘কেরানীগঞ্জ মডেল টাউন লকডাউন করা হয়েছে আজ। আইইডিসিআর-এর নির্দেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। মডেল টাউনে করোনা আক্রান্ত একজন পুরুষ রোগী শনাক্ত হয়েছেন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭