ইনসাইড বাংলাদেশ

চিকিৎসকদের জন্য প্রণোদনার দাবি ডা: আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2020


Thumbnail

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে যারা স্বাস্থ্যকর্মী আছেন, চিকিৎসক নার্সসহ যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা উচিত। তিনি বলেন যে, পশ্চিমবঙ্গে যেমন মমতা ব্যানার্জি করোনার চিকিৎসা যে সমস্ত চিকিৎসকরা করবেন তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি ভাতার ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি বাংলাদেশেও যারা করোনার চিকিৎসায় কাজ করবেন তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি ভাতা বা বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা উচিত। তাহলে স্বাস্থ্যকর্মীরা আরো ঝুকি নিয়ে কা্জ করবেন এবং করোনা মোকাবিলার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেনু।

ডা: আব্দুল্লাহ বলেন যে, যে সমস্ত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের যদি প্রণোদনা দেওয়া হয় তাহলে তারা উৎসাহিত হবেন এবং এ কারণে সমাজেও একটি নজির স্থাপন হবে। পাশাপাশি অন্যরাও তখন কাজ করার উৎসাহ পাবেন।   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭