ওয়ার্ল্ড ইনসাইড

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/04/2020


Thumbnail

করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, শরীরের তাপমাত্রা বেশি এবং করোনার উপসর্গগুলো বিদ্যমান থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ডাক্তারের পরামর্শ মেনে সতর্কতাবশত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। এরপর শনিবার তার বাগদত্তা জানান, তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। 

প্রসঙ্গত, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৪ হাজার ৯৯৭ জনের মৃত্যু হল। নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৮০৬ জনে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭