ওয়ার্ল্ড ইনসাইড

জাপানে জরুরী অবস্থা জারি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/04/2020


Thumbnail

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় জাপান সরকার আগামী কাল সকাল থেকে টোকিও সহ মোট সাতটি প্রিফেকচারে (জেলায়) প্রাথমিকভাবে এক মাসের জন্য জরুরী অবস্থা জারি করার পরিকল্পনা করেছে। সাম্প্রতিক আইনের কারণে এই ঘোষণা দেওয়ার আগে সরকার দেশের একটা এডভাইজারী কাউন্সিলের মতামত নেবে। টোকিও ছাড়া  বাকী জেলাগুলো হচ্ছে: কানাগাওয়া , সাইতামা, চিবা, ওসাকা, হিয়োগো এবং ফুকুওকা।  

এর ফলে এসব জেলার সরকার মানে স্থানীয় সরকার তাঁর এলাকার বসবাসকারীদের অকারণ বাইরে যাবার উপর নিয়ন্ত্রণ আনতে পারবে এবং করোনা ভাইরাস যাতে আর না ছড়ায় ষে ব্যাপারে এলাকবাসিকে সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য বলতে পারবে। সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭