ইনসাইড গ্রাউন্ড

করোনার ইতিবাচক দিকটাও দেখালেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/04/2020


Thumbnail

করোনাভাইরাসের কারণে কয়েক সপ্তাহ ধরে সকল ধরনের খেলাধুলা বন্ধ। যার যার বাসায় অবস্থান করছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এই সময়ের উপকারি দিক খুঁজে পেয়েছেন মুমিনুল হক। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের মতে, এই সময়টা পরিবারকে দিতে পারছেন ক্রিকেটাররা। সারা বছর একটানা খেলার কারণে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের কাছে তাই এটাই বড় সুযোগ, মনে করছেন মুমিনুল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগারদের টেস্ট দলের অধিন্যাওক মুমিনুল বলেন, ‘ক্রিকেটাররা সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায় না। এটা তাদের জন্য বড় সুযোগ। আমিও পরিবারকে সময় দিচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলছি প্রতিদিন।’

একইসঙ্গে ক্রিকেট মিস করার আফসোস রয়েছে মুমিনুলের। ব্যাট হাতে আবারও ২২ গজে ফিরে যেতে মুখিয়ে আছেন তিনি। মুমিনুল আরও বলেন, ‘তবে ক্রিকেটকে অনেক মিস করছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। নেটে অনুশীলন করতে ইচ্ছে হচ্ছে। যদিও বাসায় চেষ্টা করছি প্রতিদিন অনুশীলন করার। এভাবে কতদিন থাকতে হবে জানি না।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭