ইনসাইড বাংলাদেশ

সাত মাসে বিদেশ গেছে ৪ লাখ ৬০ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

২০১৬ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ৪ লাখ ৬০ হাজার ৯৫৪ জন কর্মী বিদেশে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “এ সময়ে বিশ্বের ৮৩টি দেশের মধ্যে সৌদি আরবে ১ লাখ ৩০ হাজার ৪৮৪ জন, ওমানে ৯৬ হাজার ১৫ জন, কাতারে ৬১ হাজার ৭৫৪ জন, বাহরাইনে ৫০ হাজার ৮ জন, কুয়েতে ৩৩ হাজার ৭ জন, সিঙ্গাপুরে ২৭ হাজার ৬৬৬ জন, মালয়েশিয়াতে ১৫ হাজার ৪৩৪ জন, মালদ্বীপে ১১ হাজার ৭৬৬ জন, জর্ডানে ১১ হাজার ৯০৪ জন, লেবাননে ৮ হাজার ২৩৩ জন, ব্রুনাইতে ৩ হাজার ৮৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৬শ’ জন, ইরাকে ১ হাজার ৮৩৫ জন ও মৌরিশাসে ২ হাজার ৪৪০ জন বাংলাদেশের কর্মী পাঠানো হয়েছে।”

ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকাল ৪টা ৫৩ মিনিটে পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭