ইনসাইড বাংলাদেশ

ব্যর্থতা ঢেকে দিচ্ছে সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2017


Thumbnail

দিনবদলের অঙ্গীকারের নৌকায় চড়ে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু করা আওয়ামী লীগ থেকে প্রাপ্তি কম নয়। দেশের সার্বিক উন্নয়নে সাফল্য দেখিয়ে গেছে স্বগৌরবে। সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ করলে বিগত আট বছরের এই সরকারের পাল্লা সফলতায় ভারী। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও আওয়ামী লীগ সরকার তার কাজ দিয়ে জনগণের বিশ্বস্ততা অর্জনে সক্ষম হয়েছে। কিন্তু সরকারের কিছু ভুল সিদ্ধান্ত বিগত বছরগুলোর অনেক সাফল্যকেই ব্যর্থতার কালো ছায়ায় আড়াল করে দিচ্ছে।

টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের দেশ পরিচালনায় বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও সাংগঠনিকভাবে পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি ক্ষমতাসীন দলটি। আর এই সরকারের আমলের শেষ দিকে এসে কেমন যেন হিমশিম খাওয়ার অবস্থা হয়েছে। অনেকটা অগোছালো হয়ে পরেছে আওয়ামী লীগ।

সম্প্রতি হাওরের আগাম বন্যায় ত্রাণ নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রশ্নে সম্মুখীন এই সরকার। বারবার পাহাড় ধসের ঘটনায় এতো মানুষ নিহত। তারপরও নেই ব্যবস্থা।

অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাজধানীসহ আশপাশের এলাকা। যানবাহনের স্বল্পতা সঙ্গে রাস্তায় তীব্র যানজট। যানজট নিরাসনে যেই উদ্যোগই নেওয়া হোক না কেন ফলপ্রসূ নেই কিছুতেই। এছাড়া রাস্তাঘাট মেরামতের নামে চলছে দুর্নীতি। রাস্তা কাটা হচ্ছে ঠিকই কিন্তু তা আর মেরামত হচ্ছে না। আর এই বর্ষার মৌসুমে মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন রাস্তার কাজ নিয়ে সমালোচিত হলেও তাতেও কোনো আশার আলো দেখছে না জনগণ। এদিকে, বন্দর নগরী চট্টগ্রামে বৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের ভিতরে গাড়ির বদলে নৌকা চলার মতো অবস্থা। এমন অনেক এলাকা রয়েছে যেখানকার মানুষ সারাবছরই থাকে জলামগ্ন অবস্থায়।

কিছুদিন আগে চালের লাগামহীন বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তার উপর গ্যাসের দামের উর্ধ্বগতিতো রয়েছেই। বিদ্যুতের দাম বাড়ছে তো বাড়ছেই। এতে নিম্ন আয়ের মানুষগুলো পড়ছে সমস্যায়। এছাড়া ২০১৭-১৮ বাজেট নিয়ে নানা বিষয়ে প্রশ্নে সমুক্ষিন হতে হয়েছে সরকারকে।

চার বছর পূর্তির প্রাক্কালে আরেক দফা তেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা-এর মতো অবস্থা হয়েছে। শেষ সময়ে এই জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধি সরকারকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে।

এখন আবার সরকারি ব্যাংকগুলো নিয়ে জালিয়াতির অভিযোগ মাথা চাড়া দিয়ে উঠছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে এক লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা। খেলাপি ঋণ আর লুটপাটে মরতে বসেছে ব্যাংকগুলো। এছাড়া ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি হওয়ার ঘটনা তো রয়েছেই।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রামপাল ইস্যু নিয়ে জনমনে বিতর্কের শেষ নেই।

হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তক পরিবর্তন, জয়ী হলো আল্লামা আহমেদ শফির নেতৃত্বাধীন আলেম-ওলামাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কওমি মাদ্রাসার সনদকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমর্যাদায় স্বীকৃতিদান আর সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য সরানোয় এই সরকারের নীতিবোধ নিয়ে প্রশ্ন ওঠে।

চার বছর পেরিয়ে সরকারের মেয়াদের প্রায় শেষের দিকে পদার্পণ করলেও তীর থেকে প্রত্যাশার তরী এখনও অনেকটাই দূরে। প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমেনি। রাজনীতির সামগ্রিক গুণগত পরিবর্তন শূন্যের কোঠায়। যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে দেশের শতকরা ৭০ ভাগ মানুষ সরকারের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করলেও গত বছরে পদ্মা সেতু দুর্নীতি, হলমার্কসহ কয়েকটি দুর্নীতির অভিযোগ এবং অনাকাঙ্খিত ঘটনা সরকারের বিশাল সাফল্যেকে ম্লান করে দিয়েছে। জনসমর্থনেও ধাক্কা লেগেছে।

সরকারের চার বছর মেয়াদ শেষে এই দ্রব্যমূল্য নিয়েই দুশ্চিন্তায় সরকার। বাজার নিয়ন্ত্রণে চার বছর নেয়া হয়েছে অনেক উদ্যোগ। হয়েছে বাজার ও দাম নিয়ন্ত্রণের পরীক্ষা-নিরীক্ষা। কখনও বেঁধে দেয়া হয়েছে নির্ধারিত পণ্যের দাম। আবার কখনও নেয়া হয়েছে বাজার পর্যবেক্ষণের সিদ্ধান্ত। মন্ত্রিত্বও রদবদল করা হয়েছে। কিন্তু চার বছর বাজার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনতে পারেনি বাজারের অসাধু সিন্ডিকেটকে। এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিই সরকারের সাফল্যেগুলোকে ম্লান করে দিচ্ছে।

শেখ হাসিনার সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ইতিহাস সৃষ্টি করেছে, শিক্ষায় পাশের হার বাড়িয়ে বাহ্বা নেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার মান নিম্ন নিয়ে রয়েছে প্রশ্ন। এই সরকারের আমলেই, বড়ি-ঘরে জ্বালানী গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারছেনা, অপরদিকে দুর্নীতিতে নিমজ্জিত তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতি, কারিগরি অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে গ্যাস বিস্ফোরণ ঘটিত দুর্ঘটনায় ধ্বংস হচ্ছে বাড়ি-ঘর এবং মারা যাচ্ছে মানুষ।

মহাজোট সরকারের আরেকটি বড় ব্যর্থতা হচ্ছে দেশব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কিছু দুর্বৃত্তের বেপরোয়া দুর্বৃত্তপনা। চার বছর ধরেই এদের কারণে সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।

বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রীসহ দলের নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশ করে ন্যায় নীতির কথা বললেও এখন আর তার কোনো চিহ্ন নেই বললেই চলে। এখন মহাজোট সরকার আগামী নির্বাচন জেতার লড়াইয়ে উঠে পরে লেগেছে। আর এই লড়াইয়ের মাঝে ভুলতে বসেছে যারা এই সরকারকে নির্বাচিত করবে তাদের কাছে এর গ্রহণযোগ্যতা কত? বিগত কাজগুলো যেভাবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে তাতে আওয়ামী লীগ সরকারের বিগত সব সাফল্যে পানি ফেলে দিয়েছে। অনেকটা তীরে এসে তরী ডুবানোর মত অবস্থা। এ থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নিচ্ছে কি সরকার? নাকি এই অবস্থা তাদের কাছে কোনো মাথাব্যাথাই নয়?


বাংলা ইনসাইডার/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭