ইনসাইড বাংলাদেশ

তারেক বনাম বেগম জিয়া, ফয়সালা হবে লন্ডনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2017


Thumbnail

‘সংসদের বাইরের বিরোধী দল’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের সর্বময় ক্ষমতা তাঁর হাতেই থাকার কথা। অথচ চলতি বছরের শুরুতে বেগম জিয়ার অজ্ঞাতেই ঢাকা-উত্তরের যুবদলের নতুন কমিটি হয়েছে। জানতে পেরে স্থানীয় বিএনপির দুই গ্রুপকে গুলশানে নিজ কার্যালয়ে ডাকলেন বেগম জিয়া। জানা গেল, লন্ডন থাকা তারেক জিয়ার নির্দেশেই ওই কমিটি গঠিত হয়েছে।

ওই সূত্র ধরেই জানা যায়, লন্ডন থেকেই তারেক জিয়া বিএনপির অনেক বিষয় নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল চলছে তাঁরই নির্দেশে। দেশজুড়ে আন্দোলনে বিএনপির ব্যর্থতার জন্য তারেক বেশি ক্ষুব্ধ। এখন বিএনপি শীর্ষ পর্যায়ের অনেক রাজনীতিবিদই তারেকের কথায় চলেন। আর বরাবরই বিএনপি ও জিয়া পরিবারকে সহায়তা করে এসেছে এমন অনেক ব্যবসায়ীই বেগম জিয়াকে তোয়াক্কা না করে মেনে চলেন তারেককে।

আবার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো অনেক নেতাকেই তারেক জিয়া পাত্তা দেন না বলে জানা গেছে। বরং, বিএনপি ঘেঁষা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গেই সম্পর্ক ভালো তারেকের।

আগামী সপ্তাহেই লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। এই লন্ডন যাত্রা উপলক্ষে এরই মধ্যে লন্ডন মুলুকে চলে গেছেন বেগম জিয়ার উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। এই দলে আরও আছেন বা শিগগিরই যুক্ত হতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহম্মদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ব্যবসায়ী মীর নাসিরের ছেলে মীর হেলাল, ঢাকা জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

জানা গেছে, বিএনপি আগামী নির্বাচনে যাবার শর্ত এবং মনোনয়ন তালিকা চূড়ান্ত হবে লন্ডনে বেগম-জিয়া তারেক বৈঠকে । আর নির্বাচনে গেলে লন্ডনে আগামী নির্বাচনে বিএনপির রূপরেখাও ঠিক করা হবে। তবে এর পাশাপাশি বেগম জিয়া ও তারেকেরে মধ্যে দলের ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের সমাধানে আলোচনা হবে। এক অর্থে, তারেককে বোঝাতেই লন্ডন যাচ্ছেন বেগম জিয়া।


বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭