ইনসাইড হেলথ

চিকুনগুনিয়ায় সুরক্ষিত মায়ের দুধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2017


Thumbnail

মহামারীর আকার নিচ্ছে চিকুনগুনিয়া। সুরক্ষিত নেই কেউ, বিপদসীমায় আছেন ভূমিষ্ট না হওয়া গর্ভের সন্তানও। সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাস জ্বরে। প্রচন্ড জ্বর, অসহনীয় অস্থিসন্ধির ব্যথা, শরীর জুড়ে র‍্যাশ নিয়ে ঘরে ঘরে ভুগছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা। 

বিশেষজ্ঞরা বলছেন গর্ভবতী মায়ের চিকুনগুনিয়ার ফলে গর্ভপাতও হয়ে যেতে পারে। আবার সন্তান জন্মের সময় মায়ের চিকুনগুনিয়া থাকলে শিশুরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। এজন্য বাড়িতে প্রসবকে একেবারেই সমর্থন করছেন না চিকিৎসকেরা। তবে শিশুর জন্য মায়ের বুকের দুধ একেবারে সুরক্ষিত। এতে ভাইরাস ছড়ানোর কোন প্রমাণ পাওয়া যায়নি। 

অন্যসব উপসর্গ ছাড়াও গর্ভবতী মায়ের ক্ষেত্রে মুখের ভেতর ঘা, পাতলা পায়খানা, রক্ত জমে যাওয়া ও রক্তচাপ কমে যেতে পারে। খুব বেশি জটিলতা দেখা দিলে স্নায়ুতন্ত্রের রোগ, রক্তক্ষরণ বা অতিরিক্ত বমির মতো প্রাণঘাতী সমস্যারও আশংকা থাকে। তাই বাড়িতে গর্ভবতী মায়ের বাড়তি যত্ন নিন। জ্বর এলে তা চিকুনগুনিয়া কিনা তা রক্ত পরীক্ষা করে নিশ্চিত হবেন সবার আগে। 

গর্ভবতীর চিকুনগুনিয়া প্রতিরোধে সবার মত অনেক তরল পান করুন, মশারি টাঙ্গিয়ে ঘুমান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। অবশ্যই যে কোন ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। 

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭