ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের জন্য প্রোটিয়া লিগকে ‘না’ তামিমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2017


Thumbnail

কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ব্যাটে হাতে দারুণ ফর্মে আছেন তামিম। আর তাই তার ওপর নজর রয়েছে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের ফ্রাঞ্চাইজিগুলোর।

সে কারণেই দক্ষিণ আফ্রিকায় আগামী নভেম্বর-ডিসেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তবে একই সময় বাংলাদেশে বিপিএল অনুষ্ঠিত হবে- এ কারণে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগকে ‘না’ করে দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।

পাকিস্তান সুপার লিগে তামিম খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। জালমির মালিকই টি-টোয়েন্টি গ্লোবাল লিগে একটি ফ্রাঞ্চাইজি কিনছেন। তারাই তামিমকে প্রস্তাব দিয়েছেন টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলার জন্য।

গনমাধ্যামকে তামিম নিজেই জানিয়েছেন, ‘পিএসএলে আমি যে ফ্রাঞ্চাইজির হয়ে খেলি, তারা দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একটি ফ্রাঞ্চাইজি কিনছে। সুতরাং, এটা সত্য যে আমি তাদের কাছ থেকে খেলার জন্য প্রস্তাব পাবো।’

কিন্তু দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ যে সময়ে অনুষ্ঠিত হবে, একই সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএল। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে, দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবেন না তামিম। কারণ, বিপিএল নিয়ে তার সামনে আর কোনো বিকল্প খোলা নেই।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭