ইনসাইড গ্রাউন্ড

পিকফোর্ড এভারটনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2017


Thumbnail

২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) এ রেলিগেশন এ চলে যাওয়া দল সান্ডারল্যান্ড। এই দলের ২৩ বছর বয়সী গোলকিপার জর্ডান পিকফোর্ডকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে এভারটন।

প্রিমিয়ার লিগে গোলকিপারদের মধ্যে, টম হিটেনের পর সব থেকে বেশি সেভও তার। ৩৮ ম্যাচে মধ্যে কেবল ২৯ ম্যাচ খেলেই তিনি ১৩৫ টি সেভ করতে সক্ষম হন। যেখানে টম হিটন ৩৫ ম্যাচ খেলে সেভ করেছেন ১৪২ টি। পরিসংখ্যান বলছে যে তিনি সান্ডারল্যান্ড দলের জন্য কতটা কার্যকরী ছিলেন।

পিকফোর্ড জানিয়েছেন তিনি সান্ডারল্যান্ডে থাকতে যে সুযোগ পেয়েছিলেন সেটা কাজে লাগিয়েই এভারটনের মত ক্লাবের নজরে এসেছিলেন। এখানে তিনি তার সেরাটা দিতে চেষ্টা করবেন।

তিনি আরও বলেন এখানে তার কিছু বন্ধু রয়েছে যাদের মধ্যে ম্যাসন হোলগেট অন্যতম। তাকে তিনি  ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দল থেকেই চেনেন, তারা অনূর্ধ্ব-২১ দলে একসাথে খেলেছেন। এমনকি ২০১৭ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য তারা দুইজনই ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে পোল্যান্ডে রয়েছেন।

এভারটন ম্যানেজার রোনাল্ড কোম্যান বলছেন পিকফোর্ড দলের জন্য খুব ভাল একটি সংযোজন। আশা করছি সে এখানে তার প্রতিভার ভাল ব্যাবহার করতে পারবে। এবং দলের হয়ে অবদান রাখতে পারবে। 


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর



 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭