ইনসাইড বাংলাদেশ

জরিপে এগিয়ে আ.লীগ, তবে...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2017


Thumbnail

দেশের ৩৫ ভাগ মানুষ আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেয় নি। ৩৫ ভাগ মানুষ আবার আওয়ামী লীগকেই ভোট দিতে চায়। ৩০ ভাগ মানুষ বিএনপি বা অন্য কোনো দলকে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারন্যাশনাল পলিটিক্যাল রিসাচ সেন্টারের (ইপিআরসি) এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।

দেশের আটটি বিভাগের চার হাজার বৈধ ভোটারের ওপর এই জরিপ পরিচালিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য প্রস্তুত এই জরিপের এখন তথ্য বিশ্লেষণের কাজ চলছে।

দেখা যাচ্ছে, ২০০৮ এর নির্বাচনের তুলনায় আওয়ামী লীগের ভোট কমেছে ৬ শতাংশ আর বিএনপির ভোট বেড়েছে এক শতাংশ। তবে নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে নির্ভর করবে সিদ্ধান্ত না নেওয়া ভোটারদের ওপর। জরিপে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সিদ্ধান্তহীন ভোটাররা ভোটের আগে সিদ্ধান্ত নেবেন। এমনকি অনেকে ভোট কেন্দ্রে যেয়েও সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

যারা আওয়ামী লীগকে ভোট দেবে, তারা কেন দেবে জানতে চাইলে, শতকরা ৮০ ভাগ বলেছেন শেখ হাসিনার উপর বিশ্বাসের জন্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবেন। ৬২ ভাগ বলেছেন, তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগকে ভোট দেবেন। অন্যদিকে, যারা আওয়ামী লীগকে ভোট দেবেন না তাঁদের ৩৮ শতাংশ বলেছেন দুর্নীতির জন্য তারা আওয়ামী লীগকে ভোট দেবেন না। ৪১ শতাংশ বলেছেন, আওয়ামী লীগের এমপিরা যথাযথ ভূমিকা পালন করেনি। ২৯ ভাগ উত্তরদাতা ছাত্রলীগ যুবলীগের অত্যাচারের কারণে আওয়ামী লীগকে ভোট দেবেন না বলে জানিয়েছে। অন্যদিকে, বিএনপিকে যারা ভোট দেবেন তাঁদের ৮১ শতাংশই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান না জন্যই তারা বিএনপিকে ভোট দেবেন।


বাংলা ইনসাইডার 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭