ইনসাইড বাংলাদেশ

বস্ত্র আইন প্রণয়নের কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

বস্ত্র নীতি সফল বাস্তবায়নের মাধ্যমে দেশকে বস্ত্রে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে বস্ত্র আইন, ২০১৭ প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। 

বস্ত্র পরিদপ্তরের নির্দেশিত সেবা প্রদানে একটি একক ডেস্ক থেকে সার্ভিস দেয়ার লক্ষ্যে ওয়ান স্টপ কাউন্টার খোলা হয়েছে এবং বস্ত্র শিল্প স্থাপনে অন্যান্য সংস্থার সার্ভিসকে একটি একক কার্যকর ওয়ান স্টপ সার্ভিস দেয়ার কাজ প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত ১১ তম ইন্টারন্যাশনাল ইর্য়ান অ্যান্ড ফেব্রিক শো ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বিজেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুখ হাসানসহ দেশি-বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মির্জা আজম বলেন, “বস্ত্র শিল্প সম্প্রসারণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল গঠন (যেমন-বেপজা, বেজা) করা হচ্ছে। সরকার এই শিল্প সম্প্রসারণ ও রপ্তানী বাজার বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যবস্থা গ্রহণ করছে।”

ক্যাপিটেল মেশিনারী আনার জন্য কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, “দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানী করা হলে সরকার সে ক্ষেত্রে ৫ভাগ ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে।”

তিনি বলেন, “বস্ত্র শিল্পকে আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের কাসবাণী এলাকায় ৪৯২ একর জায়গায় প্রস্তাবিত গার্মেন্টস শিল্প পল্লী স্থাপন করছে যা গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন হবে।”


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭