ওয়ার্ল্ড ইনসাইড

মেলবোর্নে অগ্নিকাণ্ডে গৃহহারা মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2017


Thumbnail

অস্ট্রেলিয়ার মেলবোর্ন কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয়দের শতাধিক বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার একটি রিসাইকেল প্ল্যান্টে আগুন ধরে গেলে বিশাল এলাকা জুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে।

রিসাইকেল প্ল্যান্টে থাকা প্লাস্টিক, হার্ডবোর্ড এবং কাগজ থেকে প্রচুর পরিমাণের ধোঁয়া সৃষ্টি হচ্ছে। দমকল বাহিনীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

দমকল বাহিনীর প্রধান জানান, এ আগুন নেভানো বেশ কষ্টসাধ্য। টানা দুইদিন ধরে এ আগুন জ্বলতে পারে বলেও জানান তিনি।

বাংলা ইনসাইডার/আরএইচবি/টিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭