ইনসাইড বাংলাদেশ

মিশন লন্ডন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2017


Thumbnail

বিএনপির রাজনীতি, ভবিষ্যৎ নির্বাচন এবং দলের রাজনৈতিক কৌশল নিয়ে এক ধরনের বোঝাপড়া করতে লন্ডন যাচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি লন্ডনের পথে ঢাকা ছাড়বেন। কোরবানীর ঈদের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রায় দুই মাসের এ সফরে তার ব্যক্তিগত স্টাফ ছাড়াও তারেক রহমানের সামনে কথা বলতে পারেন এমন একাধিক নেতাকে তার সঙ্গী করছেন। এর মধ্যে একজন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, চট্রগ্রামের আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম জানা গেছে। তবে কৌশলগত কারণে তারা খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে ঢাকা ছাড়ছেন না। কেউ থাইল্যান্ড হয়ে আবার কেউ সিঙ্গাপুর হয়ে লন্ডন যাবেন।

জানা গেছে, দেশে না থাকলেও দলের নীতি নির্ধারণী অনেক সিদ্ধান্ত লন্ডনে বসেই করে ফেলেন তারেক রহমান। এমনকি অনেক সময় দলের গুরুত্বপূর্ণ জেলা কিংবা মহানগর কমিটি বেগম খালেদা জিয়ার অজ্ঞাতসারেই অনুমোদন হয়ে যায়। গত দুই মাসে ঢাকা মহানগরীর এ ধরনের দুটি কমিটি গঠন নিয়ে ক্ষুদ্ধ হন বেগম খালেদা জিয়া। ডেকে পাঠান সংশ্লিষ্ট নেতাদের। জানতে চান কার নির্দেশে এ দুটি কমিটি গঠন করে প্রেস রিলিজ পাঠানো হলো। জবাবে সংশ্লিষ্ট নেতারা জানান, তারেক রহমান ইমেইলে এসব কমিটি অনুমোদন করে পাঠিয়েছেন। এরপর বিএনপি কার্যালয় থেকেই তা গণমাধ্যমে পাঠানো হয়। বিষয়টি নিয়ে খালেদা জিয়া ক্ষুদ্ধ আচরণ করলেও শেষ পর্যন্ত ওই কমিটি বাতিল হয়নি।

এর বাইরে চালের দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছু জনপ্রিয় ইস্যুতে খালেদা জিয়া কর্মসূচি দিতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। সূত্র মতে, দলের বেশীরভাগ নেতা চাইলেও তারেক রহমানের সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত তা করা যায়নি। এসব নিয়ে মা-ছেলের মধ্যে বেশ কিছু ইস্যুতে প্রকাশ্য মতভেদ দেখা দেয়। দল পরিচালনার চেয়ে তারেক রহমানকে সামলানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খালেদা জিয়ার জন্য। কারণ বিএনপিতে অপেক্ষাকৃত তরুণ একটি গ্রুপ সিনিয়র নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন। এরা সকলেই তারেক জিয়ার অনুগত হিসেবে পরিচিত। দলের এ বিশৃংখল পরিস্থিতি সামলাতেই খালেদা জিয়া ছেলের মুখোমুখি হয়ে বিষয়গুলো নিষ্পত্তি করতে চান। আর এজন্য লন্ডন যাত্রায় দলের প্রবীণ নেতাদের চেয়েও তিনি প্রাধান্য দিচ্ছেন তারেক কাদের কথা শুনতে পারে তাদের দিকে। বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বিএনপিতে আসার আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে পারিবারিকভাবে ঘনিষ্ঠ। তারেক রহমান তাকে মামা বলে ডাকেন। বিএনপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত আর্থিকভাবে নিয়মিত সহয়তা করতো আবদুল আউয়াল মিন্টু। এর কৃতজ্ঞতা হিসেবেই গত সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর থেকে আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়া হয়েছিল। তারেক যে কয়জনের কথা একটু শোনেন তার মধ্যে মিন্টুর নাম রয়েছে।

একই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীকে লন্ডনে নিয়ে যেতে চাচ্ছেন খালেদা জিয়া। এ সফরে ছেলের সঙ্গে এক ধরনের সমঝোতা করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে চান খালেদা জিয়া। তারেকের কোনো পছন্দ থাকলে তা যেন তিনি মাকেই জানান- এমনটিই অভিপ্রায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।.

লন্ডন সফরকালে খালেদা জিয়ার তাঁর এ রাজনৈতিক কাজের পাশাপাশি শারিরীক কিছু রুটিন চেকআপও করাবেন বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭