ওয়ার্ল্ড ইনসাইড

সিঙ্গাপুরে মোট আক্রান্তের ৪০ শতাংশই বাংলাদেশী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2020


Thumbnail

সিঙ্গাপুরে মোট করোনা আক্রান্তদের ৪০ শতাংশই বাংলাদেশী প্রবাসী। দেশটিতে প্রবাসী শ্রমিকদের থাকার ডরমেটরিগুলো হয়ে উঠেছে করোনায় মূল হটস্পট। এ অবস্থায় ডরমেটরিগুলো লকডাউন করেছে দেশটির সরকার।

গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে করোনায় নতুন করে ৯৪২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাত্র ১৪ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকি সবাই ডরমিটরিতে বসবাসকারী বিভিন্ন দেশ থেকে অভিবাসী শ্রমিক। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২ জনে। আজ শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার বিকাল ৩টা পর্যন্ত সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন।মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৭০৮ জন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গাপুরে পংগল এস১১ ডরমিটরিকে করোনাভাইরাসের সংক্রমণের কেন্দ্রবিন্দু হিসাবে চিহ্নিত করা হয়েছ। এই ডরমিটরিতে এখন করোনা রোগীর সংখ্যা এক হাজারের বেশি।

প্রথম ধাপে জয়ী হলেও দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের কাছে ধরাশায়ী সিঙ্গাপুর। দেশটিতে গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এসব আক্রান্তের মধ্যে অভিবাসী শ্রমিক বিশেষ করে বাংলাদেশী শ্রমিকরাই বেশি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭