ওয়ার্ল্ড ইনসাইড

আজ ঐতিহাসিক বাস্তিল দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2017


Thumbnail

আজ ঐতিহাসিক বাস্তিল দিবস। ১৭৮৯ সালের এই দিনে ফ্রান্সের সাধারণ মানুষের প্রতিবাদে বাস্তিল দুর্গের পতন ঘটে। তৎকালীন ফ্রান্সের পুঁজিবাদী ব্যবস্থার প্রতিবাদ করত যারা তাঁদের বাস্তিল দুর্গে এনে অত্যাচার করা হতো। বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব সংঘটিত হয়।

বাস্তিল দিবস উপলক্ষ্যে প্যারিসের চ্যাম্প এলাইসিতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। এবার বাস্তিল দিবস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগদান উপলক্ষ্যে প্যারিসে সস্ত্রীক সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদেরকে সাদরে অভ্যর্থনা জানান নবনির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ইমানুয়েল ম্যাখোঁ ও তাঁর দল এন ল্য মার্শের এবারের নির্বাচনে বিজয়কে অনেকে ফরাসী বিপ্লবের সঙ্গে তুলনা করছেন। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে এসে সম্পূর্ণ নতুন এক আদর্শের প্রচারণা করছেন ম্যাখোঁ। মধ্যপন্থা অবলম্বন করে তিনি তাঁর দেশের জনগণের মন জয় করেছেন এবং তাদের আস্থা বাড়িয়েছেন।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের সঙ্গে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করে বাণী দেন ফরাসী রাষ্ট্রদূত এইচ. ই. সোফি অবার্ট। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত ভালো। ২০১৬ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৮ শতাংশ বেড়েছে। ফ্রান্সে রপ্তানি করা ৯৯ শতাংশ পণ্য হচ্ছে পোশাক। বাংলাদেশ থেকে ফ্রান্সে ২.৪ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানি করা হয়। ফ্রান্স বাংলাদেশে ১৮৯ মিলিয়ন ইউরোর পণ্য রপ্তানি করে। ফ্রান্স বাংলাদেশের চতুর্থ বৃহৎ রপ্তানি বাজার।

বাংলাদেশ ও ফ্রান্সের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। ফরাসী সরকারের পক্ষ থেকে এ ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মহাকাশ গবেষণা, রেলপথ, ডিজিটাল নিরাপত্তা, পানি উন্নয়ন প্রভৃতি খাতে বিনিয়োগ ও সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।

বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সর্বনিম্ন কার্বন নির্গমন, অবকাঠামো উন্নয়ন, মিউনিস্যিপাল সেবাখাতে উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফ্রান্স সহযোগিতা করছে। বাংলাদেশকে ফরাসী বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এতে বাংলাদেশকে ভবিষ্যতে দায়ভার বহন করতে না হয়।


বাংলা ইনসাইডার/আরএইচবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭