ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে : ১৫.০৭.২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

লন্ডনে অ্যাসিড হামলার ঘটনায় এক কিশোর গ্রেপ্তার
পূর্ব লন্ডনে মাত্র ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরকে পূর্ব লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনে অ্যাসিড হামলার ঘটনা ঘটে।

মেক্সিকোতে জন্মদিন উৎসবে হামলায় নিহত ১১
মেক্সিকোর ইদালগো রাজ্যের তিজাইউকা এলাকায় গতকাল শুক্রবার শিশুদের জন্মদিনের উৎসবে মুখোশ পরা এক লোক ঢুকে হামলা চালিয়েছে। বিবিসি জানায়, এতে নিহত হয়েছে ১১ জন। তিজাইউকার আবাসিক এলাকার বাইরে একটি তাঁবুর মধ্যে ওই জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়।

ভারতে বন্যায় ৮০ জনের মৃত্যু
ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৫৮ জেলায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। এনডিটিভি জানায়, কেবল আসামের ২৬ জেলায় অন্তত ১৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরব মিডিয়ার রাজধানী বাগদাদ
আরব দেশগুলোর তথ্য মন্ত্রণালয়ের সংগঠন ‘আরব মিডিয়া’র নতুন রাজধানী হচ্ছে বাগদাদ। গত বৃহস্পতিবার ২০১৮ সালের জন্য ইরাকের রাজধানীকে নিজেদের নতুন রাজধানী হিসেবে ঘোষণা দেয় জোটটি। কায়রোতে অনুষ্ঠিত আরব দেশের তথ্যমন্ত্রীদের জোটের ৪৮তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


বাংলা ইনসাইডার/আরএইচবি




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭