ওয়ার্ল্ড ইনসাইড

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের এক বছর আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2017


Thumbnail

গত বছর আজকের দিনে তুরস্কে একদল সৈন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। এ ঘটনার ফলে কমপক্ষে ২৬০ জন নিহত হয় এবং ২,১৯৬ জন আহত হয়।

ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে এ পর্যন্ত প্রায় দেড় লাখ কর্মীকে বরখাস্ত করেছে তুর্কী সরকার। এর জন্য বহু সমালোচনার মুখোমুখি হলেও সরকার পক্ষ থেকে জানানো হয় অভ্যুত্থানের সমর্থকদের সমূলে উৎপাটন করতেই এ পদক্ষেপ নিয়েছেন তাঁরা। দিনটিকে বার্ষিক ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। দিনটি উপলক্ষ্যে এরদোয়ান পার্লামেন্টে বক্তব্য রাখবেন এবং ইস্তান্বুলের র‌্যালিতে অংশ নিবেন।

২০১৬ সালে ঘটে যাওয়া এ ব্যর্থ অভূত্থানের জন্য তুর্কীর মুসলিম নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে সরকার। যুক্তরাষ্ট্রে বসবাসরত গুলেন এ দাবি অস্বীকার করে আসছেন। গুলেনকে ধরিয়ে দিতে তুরস্ক যুক্তরাষ্ট্রকে আহ্বান করলেও মার্কিন সরকার তা উপেক্ষা করে আসছে।


বাংলা ইনসাইডার/আরএইচবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭