ইনসাইড গ্রাউন্ড

ম্যানচেস্টার সিটিতে স্পার্সের ওয়াকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2017


Thumbnail

ম্যানচেস্টার সিটির দুই রাইটব্যাক বাকারি সানিয়া এবং পাবলো জাবালেতা ক্লাব ছাড়ার কারণে রাইটব্যাক পজিশনে এখন কেউই নেই।অন্যদিকে স্পার্সে কায়রন ট্রিপিয়ার আছেন কাইল ওয়াকারের ব্যাকআপ হিসেবে।

সবদিক ভাবনা চিন্তার পর অবশেষে পেপ গার্দিওলা টটেনহ্যাম স্পার্স ফুলব্যাক কাইল ওয়াকারকে কিনেই ফেললেন ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ওয়াকারকে কিনতে তেমন কোন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়নি গার্দিওলাকে।

ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছর চুক্তি হয়েছে ওয়াকারের। স্পার্সে বেতন পেতেন প্রতি সপ্তাহে ১৩০,০০০ পাউন্ড। এখন সেটা দিগুণ হয়ে যাবে এই ২৭ বছর বয়সীর জন্য।

শেফিল্ড ইউনাইটেড ছেড়ে ২০০৯ এ স্পার্সে যোগ দিয়ে এখন পর্যন্ত ওয়াকার খেলেছেন ১৮৩ ম্যাচ খেলে করেছেন চার গোল। জাতীয় দলের হয়ে খেলেছেন ২৭ ম্যাচ। জায়গা করে নিয়েছেন ২০১৬-১৭ সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের টিম অফ দ্যা ইয়ারে।

ওয়াকারের জন্য শেফিল্ড ইউনাইটেড এবং স্পার্সের ভেতর এমন একটা ক্লজ ছিল যে যদি স্পার্স কখনও কাইল ওয়াকারকে তিন মিলিয়ন ইউরোর বেশি দামে বিক্রি করে তাহলে শেফিল্ড ইউনাইটেড মূল ট্রান্সফার ফি’র ১০% পাব।


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭