লিভিং ইনসাইড

হিজাবেও ফ্যাশনের ছোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2020


Thumbnail

একটা সময় ছিল যখন নারীরা পর্দা করার উদ্দেশ্যে কেবল হিজাব ব্যবহার করতেন। তবে সেটা সীমাবদ্ধ ছিল শুধুই বয়স্ক নারীদের মধ্যে। এখন সময় পাল্টেছে। সব বয়সের ফ্যাশন সচেতন নারীদের মাঝেও আজকাল হিজাব নিয়ে আগ্রহ বেশ। ধর্মীয় শ্রদ্ধাবোধের পাশাপাশি ফ্যাশনেও তরুণীদের মাঝে হিজাব হয়ে উঠেছে জনপ্রিয় অনুষঙ্গ।

হিজাব যেমন পর্দা করার জন্য উপকারী, ঠিক তেমনি এর রয়েছে অনেক উপকারী দিকও। বাইরে বের হলে ত্বক এবং চুলের সব থেকে বড়শত্রু হলো ধূলাবালি ও ক্ষতিকর সূর্যকিরণের মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে হিজাব হতে পারে দারুন উপকারী এক অনুষঙ্গ। শুধু বোরকার সাথে নয়, হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সাথে। স্কার্ফ ছাড়া জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়ে সহজেই হিজাব বানানো যায়।

কখন কেমন হিজাব পড়বেন তা নিয়ে থাকলো কিছু টিপস-

- হিজাব পরার আগে অবশ্যই পোশাকের হাতের দিক নজর দিন। পোশাকের হাতা যেন অবশ্যই ফুলহাতা বা থ্রি কোয়ার্টার হাতা হয়। কারণ হিজাবের সাথে ছোট হাতার পোশাক একদমই বেমানান।

- ক্যাজুয়াল লুক আনতে মাথার উপর পেঁচিয়ে হিজাব পরতে পারেন। এর সাথে চাইলে পছন্দের তালিকায় ফুলহাতার টপস রাখতে পারেন।

- সন্ধ্যাকালীন অনুষ্ঠানগুলোতে পোশাকের খানিকটা ঝলমলে ভাব আনতে পরিপাটিভাবে পড়তে পারেন ঝলমলে কোনো হিজাব।

- ফুলেল প্রিন্টের ম্যাক্সির সাথে পরতে পারেন ম্যাচিং হিজাব। এতে আপনার যেমন ক্লাসিক লুক বজায় থাকবে তেমনি এই পোশাক পরে ঈদের দিন সকালে বেড়াতে যেতে পারেন যে কারো বাসায়।

- লম্বা হাতাযুক্ত আবায়াও পড়তে পারেন।

- ক্যাজুয়াল এবং স্পোর্টি লুক একসাথে পেতে সাধারণ প্যান্টস এবং লম্বা হাতাযুক্ত টপসের সাথে ম্যাচিং করে হিজাব করতে পারেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭