সোশ্যাল থট

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল থাকা কোন সমস্যা নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/04/2020


Thumbnail

ঢাকা শহরে কিছু হাসপাতাল সবসময়ই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে ছিল। এখনো আছে। নাম না বলি। গ্রীকদেবতা, ঐক্যবদ্ধ , চতুষ্কোন নামের এসব হাসপাতালে সাধারন রোগী এমনিতেই যেতে পারতো না।

ঢাকা শহরে সিংগাপুরের “এলিজাবেথের পাহাড়” বা ব্যাংককের “জনগনের যত্নকারী” হাসপাতাল এর যে এজেন্ট অফিস সেখানে কি সাধারন জনগণ যায়? বাংলাদেশে এখন বিদেশী হাসপাতালের সাথে সুনামভাড়া বা ফ্র্যানচাইজ চুক্তির হাসপাতালও আছে। সেগুলো কাদের জন্য?

তাই করোনা চিকিৎসায় ভিআইপি হাসপাতাল থাকা কোন অসুবিধার বিষয় না। বরং ভিআইপি এক রোগী বারডেমে ঢুকে সেখানের ক্রিটিকাল কেয়ার ইউনিট লকডাউন করিয়েছেন। তাতে সাধারন রোগীদের সেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেক ভিআইপি তদ্বিরকারী রোগী হলিফ্যামিলিতে তথ্য গোপন করে একই কান্ড করেছেন।

ভিআইপিরা সাধারন হাসপাতালে না আসা ভালো। তাদের বিষয়ে সাংবাদিকদের আগ্রহ প্রবল।তাদের থাকে অনুসারী তেলমর্দনকারীদের বিরাট দলবল। তাদের আছে অনেক টাকা। তাদের হাসপাতাল কেবিনের টিভি ফ্রিজ এয়ারকুলার খাবার দাবার এসব নিয়েও নানা রকম পছন্দ অপছন্দ থাকে। তাই তারা আলাদা হাসপাতালে যাওয়াই ভালো। গরীবের হাসপাতাল , সরকারী হাসপাতাল গরীবের থাক।

যদি এখন বিদেশে করোনা রোগী যেতো পারতো, তবে কি এই বিত্তশালীরা কেউ দেশে চিকিৎসা নিতো?বিত্তশালীরা থাকেন বিত্তবান এলাকায়, যাকে বলে “পশ” এরিয়া, অফিস করেন সেরকম ভবনে, যাকে বলে ”হাইটেক” ভবন, চড়েন এমন গাড়ীতে যার দাম দিয়ে একটা ছোটখাট আইসিইউতে ৫০ থেকে ১৭৫ টা সাধারন ভেন্টিলেটর দেয়া যায়।

তাই ভিআইপি হাসপাতাল নিয়ে মাথা ঘামানোর কোন কারন নাই। থাকুক তাদের আলাদা হাই কোয়ালিটি , ”চিরযত্নে”র হাসপাতাল। আমাদের চিন্তা করা উচিত গরীব মানুুষ নিয়ে। তারা কোথায় যাবেন? কি চিকিৎসা পাবেন। তাদের কাছে কি ৫ টাকায় মাস্ক দেয়া যাবে?

তা না হলে তারা কাজে ফিরবেন কিভাবে? মাস্ক আর সাবান তো লাগবেই। সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য রেখে, হঠাৎ করোনাকালে হাসপাতাল সাম্যবাদী হয়ে যাবে এটা ভাবা ঠিক নয়।

তবে চিকিৎসা খুবই সাম্যবাদি। গরীবের ঔষধ আর বড়লোকের ঔষধ একই রকমই হবে। মৃত্যুও গরীব বড়লোক হিসাব করবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭