লিভিং ইনসাইড

এক ঝলকে করোনায় বদলে যাওয়া বিশ্ব ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/04/2020


Thumbnail

পুরো বিশ্বকে স্থবির করে ফেলেছে করোনা ভাইরাস। একেকটি দেশ হয়ে পড়েছে বিচ্ছিন্ন। আর মানুষ হয়ে গেছে গৃহবন্দী। কিন্তু এভাবে আর কতদিন চলবে জীবন? জীবিকার তাগিদে করোনা আতঙ্ক উপেক্ষা করে মানুষ ঘর ছেড়ে বের হবেই। তাছাড়া দেশে দেশে লকডাউন শিথিল করা হচ্ছে। সীমিত আকারে কাজে ফিরছে মানুষ। দু’তিন মাসের মধ্যেই হয়তো আবার স্বাভাবিক কর্মচাঞ্চল্য আসবে বিশ্বপরিমণ্ডলে। মানুষ ফিরবে তার কর্মক্ষেত্রে। কিন্তু সেটা অবশ্যই আমাদের চিরচেনা পোশাকে আর নয়। নিশ্চিতভাবেই সবার পোশাকের সঙ্গে যুক্ত হবে একটা করে মাস্ক আর গ্লোভস। বলা হচ্ছে, করোনায় আমূল বদলে যাবে মানুষের পোশাক-আশাক তথা বিশ্ব ফ্যাশন। সেটা কেমন হবে তার একটা ঝলকই দেখে নেওয়া যাক-   

 

https://www.banglainsider.com/media/PhotoGallery/2018October/sat20200427072232.jpg

 

 

https://www.banglainsider.com/media/PhotoGallery/2018October/tin20200427072214.jpg

 

 

https://www.banglainsider.com/media/PhotoGallery/2018October/car20200427072153.jpg

 

 

https://www.banglainsider.com/media/PhotoGallery/2018October/dui20200427072131.jpg

 

 

https://www.banglainsider.com/media/PhotoGallery/2018October/ek20200427072125.jpg

 

 

https://www.banglainsider.com/media/PhotoGallery/2018October/oo20200427074357.jpg



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭