ইনসাইড গ্রাউন্ড

‘ছক্কা মানব’ মেহেদী মারুফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/07/2017


Thumbnail

ক্রিকেটে একজন ব্যাটসম্যানের ব্যাটে রান না থাকলে সে ব্যর্থ। সেই সঙ্গে থাকতে হবে কব্জির জোর। আপনার হাতে মার আছে, আপনি মারতেও পারেন শৈল্পিক কায়দায়। মারলেই রান হবে। আর রান না থাকা মানে দলে আপনার প্রয়োজন নেই।

ঘরোয়া ক্রিকেটের যারা খোজখবর রাখেন, তারা জানতে পারেন ‘ছক্কা মানবের’ নাম। ছয় মারা তার নেশা। বিপিএলে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ২০টি ছক্কা তার। কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন খেলোয়াড়ের নামটি। বলছিলাম মেহেদী মারুফের কথা।

লোকে মেহেদী মারুফকে ক্রিকেটের ছোট ফরম্যাটে এসেই চিনিছে। যেখানে মারদাঙ্গা ব্যাটিংয়ের চাহিদাই থাকে সর্বোচ্চ। ২০১৬ বিপিএলে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ১৪ ম্যাচে করেছেন ৩৪৭ রান, যা সর্বোচ্চ রান সংগ্রকারীদের মধ্যে ৬ষ্ঠ।

টাঙ্গাইলের স্থানীয় মারুফের পুরো নাম মেহেদী হাসান সিদ্দিকী মারুফ। অনেকেই হয়তো জানেন না তিনি সাকিবদের সময়কার অনূর্ধ্ব-১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ওই দলটার হয়ে খেলেছেন এশিয়া কাপ ও যুব বিশ্বকাপের মত টুর্নামেন্ট। তার সতীর্থদের কাছে শোনা যায়, মারুফ জায়গায় দাঁড়িয়ে বড় বড় ছক্কা মারতে পারে। তাই সে ক্রিকেট পাড়ায় ‘ছক্কা মানব’ হিসেবেই বেশি পরিচিত। ২০০৬ সালে ইন্দিরা রোডের হয়ে ঢাকার ক্রিকেটে নাম লেখান মারুফ। এরপর ওল্ড ডিওএইচ, প্রাইম দোলেশ্বর, বিকেএসপি, আবাহনী অনেক জায়গায় খেলেছেন। কিন্তু কেন যেন নিজেকে মেলে ধরতে পারছিলেন না।

তবে দেরী করে হলেও চেনালেন নিজেকে। সময়ের হিসাবে প্রায় ৯-১০ বছর। মেহেদী মারুফ মূলত লাইম লাইটে আসতে শুরু করেন ২০১৩-১৪ মৌসুমে। সে মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে লিগে ৪১৪ রান করেন। ঠিক তার পরের মৌসুমে দোলেশ্বরের হয়েই পরপর দুটি সেঞ্চুরি করেন। সে বছর প্রিমিয়ার লিগে তিনি করেছিলেন ৫০০ রান।

তারপরেও যেন কিছু বাকী ছিল। আর সেটাই করে দেখালেন ২০১৬ বিপিএলে। বিপিএলের ৪র্থ আসরে ১৪ ম্যাচ করেছেন ৩৪৭ রান।

মারুফ প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১ ম্যাচে ৩৮ ইনিংসে করেছেন ৯৪৪। তার ব্যাটিং গড় ২৭.১১, স্ট্রাইক রেট ৫৪.৪৯। শতক ও অর্ধশতক দুইটি। সর্বোচ্চ ১৪১ রান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৩ ম্যাচে ৩৫.৪০ গড়ে করেছেন ২১২৪ রান। শতক চারটি এবং অর্ধশতক ১৪টি। সর্বোচ্চ ১২৭ রান।

টি-টুয়েন্টি ক্রিকেটেও আলো ছড়াচ্ছেন এই ক্রিকেটার। ২৯ ম্যাচে ২১ গড়ে করেছেন ৫৩০ রান। স্ট্রাইক রেট ১১৬.২২। অর্ধশতক দুইটি। চার মেরেছেন ৪৬ টি এবং ছয় মেরেছেন ২৮টি। সর্বোচ্চ ৭৫* রান।

তিন সংস্করণে তার পারফরম্যান্সই বলে দেয়, হার মানার পাত্র নন মারুফ। সাকিবদের সমসাময়িক এই ক্রিকেটার নানা কারণে পিছিয়ে গেলেও, নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করতে সর্বদা প্রস্তুত। এবার পথটা ঠিকঠাক পাড়ি দিতে পারলে হয়তো গায়ে উঠবে লাল-সবুজ জার্সি। জয় হবে হার না মানা `ছক্কা মানবের’।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭