ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে ২১৭ বাংলাদেশী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/04/2020


Thumbnail

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে গত এক দিনে মারা গেছে আরও ১১ জন বাংলাদেশী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১৭ জন বাংলাদেশীর মৃত্যু হলো। নতুন করে যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের পরচয় এখনও নিশ্চিত হওয়া যায় নি। তবে এদের প্রায় সবাই নিউইয়র্কের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছে ৫৯ হাজার ২৬৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪২ হাজারের কিছু বেশি।

শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। দেশটির মোট আক্রান্তের মধ্যে যা ৩০ শতাংশ। জনবহুল নিইউয়র্কে করোনায় মারা গেছে প্রায় ২৩ হাজার। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্য। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ১৪ হাজারের মধ্যে ৬ হাজার ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৫৬ হাজারের মধ্যে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭