লিভিং ইনসাইড

লকডাউনে বাড়িতেই করুন ম্যানিকিওর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2020


Thumbnail

লকডাউনের এই সময়টাতে প্রতিদিনই বাসায় কিছু না কিছু রান্না-বান্না করে হাত দুটোর অবস্থা খারাপ করে ফেলেছেন? ভাবছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পার্লারে গিয়ে ম্যানিকিওর করিয়ে নেবেন। এই ভেবে ভেবে হাতের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে? পার্লারের অপেক্ষায় না থেকে হাত দুটোকে সুন্দর করে নিতে বাড়িতেই করে ফেলতে পারেন ম্যানিকিওর। ঘরে বসেই কীভাবে ম্যানিকিওর করবেন, রইল তার পদ্ধতিগুলো।

ধাপ ১  

আপনার নখে যদি আগে থেকে নেলপলিশ লাগানো থাকে তবে, তা রিমুভার দিয়ে তুলে ফেলুন। কিন্তু, যদি আপনার নখে গ্লিটারি পলিশ লাগানো থাকে এবং তা তুলতে সমস্যা হয়, তাহলে রিমুভারে একটু তুলো ভিজিয়ে সেটা কয়েক মিনিট আপনার নখের উপর রেখে দিন। একবার এটা করলে, নেলপলিশ তোলা খুব কঠিন হবে না।

ধাপ ২

এরপর, নখের কিউটিক্যালের উপর একটু করে ক্রিম লাগিয়ে নিন এবং এটি কয়েক মিনিট রেখে দিন। তারপর, ক্রিমটি মুছুন এবং কিউটিক্যাল পুশার ব্যবহার করে আপনার নখের ওপর জমে থাকা ধুলো কিংবা ডেড পার্ট তুলে ফেলুন। কিউটিক্যাল তোলার সময় অতিরিক্ত চাপ দেবেন না, ধীরে ধীরে তুলবেন।

ধাপ ৩

নখগুলো আপনার পছন্দমতো খুব সুন্দর আকারে কাটুন এবং নেল ফাইলার দিয়ে ফাইল করে নিন। নখের আকৃতি সুন্দর রাখার জন্যই এই ফাইলার। যদি আপনি এটি পরে করেন তবে, তা ম্যানিকিওরকে নষ্ট করে দিতে পারে।

ধাপ ৪

এরপর, হালকা ক্লিনজার দিয়ে আপনার হাত ধুয়ে নিন এবং শুকিয়ে নিন।

ধাপ ৫

নেল বাফার দিয়ে আপনার নখগুলি আরেকটু পরিষ্কার করে নিন। এটি আপনার নেলপলিশকে সহজেই আপনার নখের সাথে আটকে রাখতে সহায়তা করবে।

ধাপ ৬

তোয়ালে দিয়ে আপনার হাত পরিষ্কার করুন।

 

আপনি যদি জেল ম্যানিকিওর করতে চান, তাহলে এই ধাপগুলো অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জেল পলিশের দরকার।

ধাপ ৭

নখের উপরে পাতলা করে জেল পলিশের বেস কোট লাগান। এটি পরে পলিশ লেয়ারিং-এর সময় সাহায্য করবে।

ধাপ ৮

আপনার নখে নেল পলিশ লাগান। তবে খেয়াল রাখবেন, যাতে নখের চারপাশের ত্বকে পলিশ না লাগে। আর, যদি নখের চারপাশে লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে তা রিমুভার দিয়ে তুলে ফেলুন। এরপর তা শুকিয়ে নিন।

ধাপ ৯

এরপর, পলিশের দ্বিতীয় কোটটি প্রয়োগ করুন এবং এটি শুকিয়ে নিন। প্রয়োজনে পলিশের তৃতীয় কোটও দিতে পারেন।

ধাপ ১০

সবশেষে, নেল পলিশের উপরে জেল কোট লাগিয়ে পালিশটি সিল করে দিন এবং শুকিয়ে নিন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭