ইনসাইড হেলথ

আর নয় রঙিন ‘টয়লেট টিস্যু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/07/2017


Thumbnail

বাড়ির সাজগোজ শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন তা বিরাজ করে টয়লেট জুড়েও। তাই বুঝি বাজার ছেয়ে গেছে বাহারি স্যানিটারি পণ্যে। তবে একটা কথা মনে রাখতে হবে, টয়লেটের প্রতিটি সামগ্রী হওয়া চাই স্বাস্থ্যসম্মত। তাই বলবো এসব সামগ্রী কিনতে একটু সচেতন হোন, বিশেষ করে টয়লেট টিস্যু বা টয়লেট পেপার কেনার ক্ষেত্রে।



দেখতে সুন্দর ও সুগন্ধিযুক্ত বলে আমরা যেসব টয়লেট টিস্যু কিনছি তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইয়াহু হেলথ ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা টয়লেট টিস্যুকে নারীর শরীরে স্পর্শকাতর ত্বকের নানা সমস্যার একটি বড় কারণ মনে করছেন। শুধু তাই নয়, রঙিন-সুগন্ধি ও খসখসে টয়লেট টিস্যু ব্যবহারে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

ইউরিন ইনফেকশন

রঙিন, সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ব্যবহারে পুরুষ এবং মহিলা উভয়েরই দেখা দিতে পারে ইউরিন ইনফেকশন। টয়লেট টিস্যু ব্যবহারের ফলে টিস্যুতে থাকা কেমিকেল শরীরে প্রবেশ করে খুব সহজেই মূত্রাশয়ে পৌঁছে ইনফেকশন সৃষ্টি করতে পারে।



ছত্রাক জাতীয় ইনফেকশন

নারীদের ক্ষেত্রে টয়লেট টিস্যুর কেমিকেল নারী অঙ্গসহ আশেপাশের স্থানে ছত্রাকের সৃষ্টি করতে পারে। যা থেকে চুলকানি, দুর্গন্ধযুক্ত ডিসচার্জ এবং তলপেটে খিঁচুনির সমস্যার দেখা দিতে পারে। 

মলাশয়ে ইনফেকশন

মলত্যাগের পর অনেকেই পানি ব্যবহারের পূর্বে টিস্যু ব্যবহার করেন। ফলে ভালোভাবে পরিষ্কারের জন্য উল্লিখিত স্থানে টয়লেট টিস্যুর ঘর্ষণ বেশি হয়। ঘর্ষণের কারণে মলদ্বার ছুলে যায়, যা পরবর্তীতে ইনফেকশনের জন্ম দিতে পারে। 



সারভিক্যাল ক্যান্সার

এবার আসা যাক টয়লেট টিস্যুর সবচেয়ে ভয়াবহ প্রভাবের দিকে। একাধিক গবেষণায় প্রমাণ হয়েছে যে, জনপ্রিয়তার জন্য টয়লেট্রিজ কোম্পানিগুলো টয়লেট টিস্যুতে যেসব রঙ ও সুগন্ধির ব্যবহার করছে তা স্পর্শকাতর স্থানে নানা জটিলতা সৃষ্টি করে সারভিক্যাল ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। 



তাই বলে শুধু সাদা রঙের টিস্যু পেপার কিনলেই চলবে না, তা হতে হবে ক্লোরিনমুক্ত। অনেক কোম্পানি সাদা টয়লেট টিস্যুতে ক্লোরিন ব্যবহার করে, যা শরীরে ক্ষতিকর টক্সিনের জন্ম দেয়। তাই টয়লেট টিস্যু কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে লেখা ব্যবহৃত উপাদান খেয়াল করতে হবে। সেই সঙ্গে স্পর্শকাতর অঙ্গের কোন প্রকার অস্বস্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


বাংলা ইনসাইডার/এমএ/টিআর


Save

Save

Save



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭