ইনসাইড ক্যারিয়ার

সরকারি কয়েকটি চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2020


Thumbnail

সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে। দেখে নেওয়া যাক কোন কোন প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। 

১। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদসংখ্যা : ১৪ ক্যাটাগরিতে ১৯০১টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : ২০ মে ২০২০ ইং।

পদের নাম ও পদসংখ্যা :

ক. অডিটর-৫৩৮টি পদ

খ. জুনিয়র অডিটর-৪৫৭টি পদ

গ. অফিস সহায়ক-২৫৫টি পদ

ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫৪৪টি পদ - ইত্যাদি পদ।

আবেদন ফি : ১১২ টাকা, ৫৬ টাকা।

অনলাইনে আবেদন : http://cga.teletalk.com.bd/apply.php

২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম ও পদসংখ্যা : সিনিয়র স্টাফ নার্স, ২৫৫০টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : ১৭ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন : http://bpsc.teletalk.com.bd/ncad/home.php

নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোডের শর্ট লিংক : shorturl.at/gqrxy

৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম ও পদসংখ্যা :

ক. সহকারী প্রসিকিউটর-৪৫টি পদ

খ. অফিস সহায়ক-৫৫টি পদ

আবেদন ফি : ১১২ টাকা, ৫৬ টাকা।

আবেদনের বর্ধিত সময়সীমা : ১০ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন : http://dnc.teletalk.com.bd

বিস্তারিত : http://dnc.teletalk.com.bd/doc/Advertisement_DNC.pdf

৪। বন সংরক্ষকের দপ্তর, বগুড়া

পদসমূহ : ৩ ক্যাটাগরির ১২টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : অফিস খোলার পরে ১৫ কর্মদিবস পর্যন্ত।

বিস্তারিত : http://www.bforest.gov.bd/site/view/notices



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭