লিভিং ইনসাইড

আজকের টিপস : লেবু শুষে নেবে ফ্রিজের দুর্গন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2017


Thumbnail

ফ্রিজ যতই পরিষ্কার করা হোক না কেন, কয়েক সপ্তাহ না যেতেই ফ্রিজে দুর্গন্ধের সৃষ্টি হয়। তার উপর কড়া গন্ধের একাধিক খাবার ফ্রিজে রাখলে অবস্থা হয়ে উঠে আরও ভয়াবহ। তাই ফ্রিজ শুধু পরিষ্কারই নয় রাখতে হবে দুর্গন্ধহীন। জেনে নিন ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়।

দুর্গন্ধ দূর করতে ফ্রিজে রাখুন এক টুকরো লেবু। প্রতিবার ফ্রিজ পরিষ্কার করার পর লেবু কয়েক টুকরো ফ্রিজের ভেতর রেখে দিন। লেবু সব ধরনের গন্ধ শুষে নিবে। কয়েকদিন পর লেবু শুকিয়ে গেলে আবার নতুন করে লেবু টুকরো করে রেখে দিন। পাকা লেবুর চেয়ে কাঁচা লেবু বেশি ভালো হবে। এতে যেমন লেবু দেরিতে শুকাবে তেমনি সুবাসও বেশি হবে।

ঘরে লেবু নেই? কোন সমস্যা নেই একটা প্লেটে কিছুটা সরিষা গুঁড়া ঢেলে তাতে একটু পানি দিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন দেখবেন গন্ধ একবারেই উধাও হয়ে গেছে।

সবচেয়ে জরুরি কথা ফ্রিজে যেন ময়লা না জমে, সেদিকে খেয়াল রাখুন। সেই সঙ্গে খাবার যেন পঁচে না যায় তাও খেয়াল করতে হবে। অন্যথায় দুর্গন্ধ ছড়াবে।

বাংলা ইনসাইডার/এমএ/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭