ইনসাইড বাংলাদেশ

ডিসেম্বরেই রংপুর সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2017


Thumbnail

আগামী ডিসেম্বরের শেষের দিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে যেকোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

দলীয় প্রতীকে এই প্রথম রংপুর সিটি করপোরেশনে নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যে রংপুর সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণাও শুরু করেছেন। মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, গণতন্ত্রী পার্টি, খেলাফত মজলিস, ন্যাপসহ বিভিন্ন দলের প্রায় দুই ডজন নেতা তত্পর হয়ে উঠেছেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভব হলে দু-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।

বাংলা ইনসাইডার/আরএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭