ইনসাইড বাংলাদেশ

কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা ইসির নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2017


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।
আজ বুধবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় বলেন,আওয়ামী লীগ এদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়। ইলেকশন কমিশনের কোন দলকে ক্ষমতায় নেয়ার ক্ষমতা নেই। কাজেই বিএনপির এই অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে এটার কোন বাস্তব ভিত্তি নেই।

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি’র মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য ইসি বা কোন বিদেশীদের উপর নির্ভরশীল নয়। জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। আমরা ভোট চাইব জনগণের কাছে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭