কালার ইনসাইড

বন্ধ হচ্ছে ওপার বাংলার ৪ সিরিয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/05/2020


Thumbnail

লকডাউনের কারণে কলকাতায় সমস্ত সিরিয়াল ও সিনেমার শ্যুটিং বন্ধ। এর মধ্যেই শোনা যাচ্ছে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল একেবারে বন্ধই হয়ে যাবে। এই সিরিয়ালগুলো হলো- `নিশির ডাক`, `মঙ্গলচণ্ডী`, `কনককাঁকন` ও `চিরদিনই আমি যে তোমার`। এই ৪টি বাংলা ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ। পরিবর্তে অন্য কিছু হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। যদিও নির্দিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

তবে চলতি সিরিয়াল বন্ধ করে দেওয়ার মতো এমন সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুদ্রনীল ঘোষ, মানালি দে সহ আরও অনেক শিল্পী।

যে ৪ টি ধারাবাহিক রাতারাতি বন্ধ করে দেওয়ার খবর শোনা যাচ্ছে। সেই ধারাবাহিক গুলোর সঙ্গে টলিপাড়ার বহু কলাকুশলীর রুচি-রুটি জড়িয়ে রয়েছে। আচমকা এমন সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭